* কবি পারমিতা ব্যনার্জী বাধ্য করলেন লিখতে-
অনলাইনের প্ল্যাটফর্মে
ভীড় করেছে সবাই,
ঘরে বসে ইচ্ছেমতো
কিনতে পারে সদাই।
কিনতে পারে কলা মূলা
ডালা কূলা বটি,
কৈ এর তেলে ডুবিয়ে দিতে
সবুজ মটরশুঁটি।
হাড়ি কেনো গাড়ী কেনো
ইচ্ছে হলে ন্যাতা,
তাই বলে কি কেনা যাবে
অনলাইনে কবিতা!
হায় রে কপাল কলির যুগে
এটাই ছিল বাকী,
দিতে গলায় দড়ি কবি
কলস খুঁজবে নাকি?