মাস শেষে গোনা টাকায়
মাস ভরে চলা দায়,
দশ টাকার আলু এখন
সত্তরেতে কিনে খায়।

চাল ডাল ডিম তেলে
আগুনের তাপ পাই,
মাছ আর মাংসের
বহুদিন খোঁজ নাই।

হাত ঘষে ছাল ছিঁড়ে
কত আর চলা যায়,
ছাপোষা কেরানীর আজ
মান নিয়ে চলা দায়।