হারিয়েছে মানুষ হুঁশ জ্ঞান তার
ভুলে গেছে তার লক্ষ্য,
মেরে কেটে আনো যতো পারো ততো
কাপে না মোটেও কারো বক্ষ।
সারাদিন করে শুধু হায় হায়
কিভাবে কোথায় পাবো,
ভাবনায় তার কেবলই ঘোরে
কিভাবে ঠকায়ে খাবো।
টাকা আর খাওয়া, খাওয়া আর টাকা
জীবনের চাওয়া এই,
মরে কেউ মরুক, ভেসে যায় যাক
দেখার ফুরসৎ নেই।
জন্মেছে তারা দুনিয়ার বুকে
শুধুই খাওয়ার জন্যে,
বেঁচে আছে তারা ধরার বুকে
সেটাও খাওয়ারই জন্যে।
মরতে হলে মরতেও রাজী
সেখানেও খাওয়া মূখ্য,
অনাচার আর দৌরাত্মের
কারুকাজ তাদের সূক্ষ্ম ।