অটোগ্রাফের অটোর চাকায়
নেই এখন আর হাওয়া,
ফেসবুক আর টুইটারে আজ
পাল্টাপাল্টি ধাওয়া।
ফটোগ্রাফ হার মেনেছে
সেলফিতে সব বুদ,
পাউট করা মুখের ছবি
লাগে ভারী অদ্ভুত।
বাংলা বলে মান হারাবে
যুবা তরুণ দল!
করতে জাহির ফুটানিতে
চালায় শত ছল।
লেবাস দেখে যায় না বোঝা
আবাস তাদের কোথায়,
ঘাম ঝরিয়ে পিতা মাতা
মরে শেষে ব্যথায়।