গুরুর সাথে শুরু আমার নতুন পথের চলা
গুরুর কাছেই শিখে নিলাম নতুন কথা বলা।
গুরুর চোখে দেখি এখন তামাম দুনিয়া
গুরুর আলোয় ভরলো আমার আঁধার ঢাকা হিয়া।
ভাবনাগুলো আমার ভেতর করে আসা যাওয়া
গুরু আছেন অন্তর জুড়ে হিমেল পরশ হাওয়া।
জ্বলছে কোথায় ন্যায়ের আলো, কোথায় সত্য বাণী
গুরুর কথায় আজকে আমি অনেক কিছুই জানি।
নামলে পথে পথ দেখাবে গুরুর আশীর্বাদ
কেউ পারে না এখন দিতে চলার পথে বাঁধ।
গুরু আছেন ধ্যানে জ্ঞানে, আছেন চেতনায়
গুরুর সাথেই দেবো পাড়ি অসীম সীমানায়।