মুছে দেবো সব বললেই কি আর
মুছে ফেলা যায় সব,
আহাম্মকেরা অহেতুক কেন
করছে কলরব?
হৃদয়ে গাঁথা যে গল্পটি সবার
সে গল্প নয় মোছার,
সোনার বাংলায় সোনাই রবে
রবে না কেবল রাজাকার।
তিরিশ লক্ষ শহীদের সাথে
গল্পটা নয় ভোলার,
বিজয়ের মাসে বিজয় বাঁচাতে
সময়টা পাল তোলার।