মেঘ উড়ে যাক হাওয়ার দেশে
রোদ চলে যাক দূরে,
গল্পগুলো কল্পলোকের
চলুক না হয় জোরে।
তোমার দেশে তোমার পাশে
ইছামতীর নদী,
আমার সাথে কইবে কথা
সুযোগ মেলে যদি।
তোমার ঘরে অহর্নিশি
সন্ধ্যা প্রদীপ আলো,
জানো কী সে কত্তখানি
বাসে আমায় ভালো?
তোমার আকাশ তোমার বাতাস
তোমার ফুলের রেণু,
হৃদয় আমার জুড়িয়ে দিতে
বাঁজায় বসে বেণু।
নদীর এপার জল থৈ থৈ
ওপারেতেও তাই,
কিসের তবে বিভেদ এতো
মেলামেশায় ভাই?