এক ঘাসে আর মুখ রোচে না
যতই সবুজ হোক,
ভাল্লাগে না, ভাল্লাগে না
মনে হাজার রোগ।
এক গোয়ালে আর কত রই
অন্য গোয়াল খুঁজি,
ভাল্লাগে না রোগ সারাতে
বদলাতে চাই রুচি।
যেমনি ভাবা, তেমনি করে
উপড়ে দিলাম খুঁটি,
ইচ্ছে ভুবন ডাকছে আমায়
এবার আমার ছুটি!
একি হলো! একি হলো!!
নেই কেন কেউ পাশে?
সব হারালাম, সব হারালাম
নিজের কর্মদোষে।