আকশের বুকে মিটিমিটি হাসে
চারপাশ তার সুনসান,
ঘুম ছোটা চোখে একলা রাতে
গুনগুন করে গায় গান।
কেউ নেই আর চারপাশে আজ
তন্দ্রায় সব মগ্ন,
দুঃখগুলো স্বরূপ প্রকাশে
দল বেঁধে হয় নগ্ন।
দফার পরে দফার পরেও
আলোচনা শেষ হয় না,
অপলকভাবে চেয়ে থাকে
তবু শুকতারা কথা কয় না।
পূবের আকাশে উঁকি দেয় যেই
রক্তিম লাল আভা,
দু চোখের পাতায় ভর দিয়ে নামে
ঘুমের পরী প্রভা।