কেন করিস তুই এমন তরো
নাই মরণের ভয়?
ঘসেটিও পারে নি সিরাজের বুকে
ধরাতে এমন ক্ষয়।
ডাইনি চিনিস? জটা জটা চুল
দাঁত নখ সব ধারালো,
পৈশাচিকতায় ঘসেটিরা নয়
ডাইনিও আজ হারালো।
কত দিন আর খেলবি এমন
চেঙ্গিস খাঁর খেলা,
জাহেলিয়াতী যুগেও বসে নি এমন
নিষ্ঠুরতার মেলা।
কুকুরের মতো বে শরম তুই
শিয়ালের মতো ধূর্ত,
পতনে পতনে নিশ্বেষ হলে
আমার হৃদয় জুড়তো।