ঘর নাই তোর, বর নাই তোর
তুই তো ভবঘুরে,
মানুষ হয়ে ইচ্ছে বাঁচার
হয় তোর কী করে?
প্যানপ্যানাবি, ক্যানক্যানাবি
গেলো গেলো বলে,
উঠক বসক করবিরে তুই
যে জন যেমন বলে।
ঘর নাই তোর,বর নাই তোর
কিসের এত ডাট?
পোড়া কপাল ছাই হয়ে যাক
উঠুক মরার খাট।
হার মানে না কপাল পোড়া
জ্বলে আগুন জ্বলুক,
ফিনিক্স পাখি মেলবে ডানা
নিন্দুকে যাই বলুক ।