কী যে হলো হায় আজ সকালে
লাগে সব এলোমেলো,
এসেছি আমি তোমার দ্বারে
অভিমান ভুলে খোলো।
ডেকে যায় ঐ দূর বনে বসে
পাপিয়া আপন মনে,
যা আছে তোমার মনের মাঝে
বলে যাও আমার সনে।
নদী বয়ে যায় সাগরের টানে
পিছনের ডাক ভুলে,
এসো এসো সখী আমার প্রাণে
লজ্জার আঁচল খুলে।