এক ঝাঁক তারা ছড়িয়ে আকাশে
মিটিমিটি করে জ্বলে,
এপার ওপারের গল্পের ঝুড়ি
রাত দিন ধরে চলে।
হাসে তারা একে অপরের তরে
কাঁদে ব্যথা বুকে নিয়ে,
এ বাঁধন কভূ যাবে কীগো ছেঁড়া
কাঁটা তার দিয়ে দিয়ে?
চেতনার মাঝে চেতনা হারিয়ে
মিলেমিশে একাকার,
তুমি আমি আর আমি তুমি মিলে
বাঁধা নাই হারাবার।