উৎসর্গঃ এপার ওপারের সব কবিকে।
ঐ পারে বসে বাজাও বাঁশি
এই পারে বসে শুনি,
তোমার চোখে আমার সকল
স্বপ্নগুলো বুনি।
কথার কথায় বাড়লো বেলা
এই বুঝি হয় শেষ,
শেষের পরেও রইবে জানি
প্রাণের মেলার রেশ।
কান্না হাসি ভাগ বাঁটোরায়
সমান সমান জানি,
এপার ওপার নামটা তবু
জীবন ভরে টানি।
ইচ্ছে হলেই মন ছুটে যায়
তোমার আঙিনাতে,
তোমার দেখা ঠিক পেয়ে যাই
তারায় ভাঙা রাতে।
ঐ যে সেদিন বসলে যখন
তোমরা সবাই মিলে,
আমিও যে বসেছিলাম
মনের দুয়ার খুলে।
হাজার কথা বললে সবাই
ছন্দ তালে সুরে,
চাইলে কি আর যেতে পারি
তোমায় ছেড়ে দূরে?