নিয়ে সর্দি কাশি হাঁচি
বারো মাসই আমরা বাঁচি,
এলো হঠাৎ উটকো জ্বালা
শুনতে শুনতে ঝালাপালা।
তিন ফুটেতেও নিরাপদ নয়
ভর করেছে মরণের ভয়।
ছুলেই নাকি হবে মরণ
আশেপাশেও থাকতে বারণ।
কেউ চেনে না স্বজন বিজন
আপনি বাঁচো মন্ত্র এখন।
করোনাতে কড়কড়ানি
সবার মাঝে পেরেশানি।
জল ঘেটে আর কেউ দেখে না
কি উদ্দেশ্যে এই প্রচারণা।
মরণ ব্যাধি করোনাতে
যাচ্ছে নগদ কাদের হাতে?
আতঙ্ক নয় সচেতনতায়
আমজনতা বাঁচতে যে চায়।
বুনো বেড়াল বাঘ বানিয়ে
আর খেলো না মিথ্যে নিয়ে।
মরণ শুধু করোনায় নয়
আরো অনেক রোগেতেও হয়।
সুস্থ থাকো ভালো থাকো
মনের ভেতর জোরটা রাখো।
দুষ্ট জনের ভ্রান্ত কথায়
নামবে আঁধার চোখের পাতায়।
আগল ভেঙে বেরিয়ে এসো
আপন কর্মে জাঁকিয়ে বসো।
বাঁচার এখন একটা উপায়
স্বাস্থ্য বিধি সঠিক মানায়,
অনেক হলো ভয়ের খেলা
এখন ব্যাধির বিদায় বেলা।