এক শিয়ালে গলা ছেড়ে
করে হুক্কা হুয়া,
দুই শিয়ালে বগল বাজায়
বেশ তো বারো পোয়া।
এক শিয়ালে ছাদনা তলায়
বাদ্যি বাজায় একা,
আরেক শিয়াল হুক্কা হুয়ায়
পারলে এসে ঠেকা।
এক শিয়ালে দুই শিয়ালে
দখল করে মাঠ,
খেলছে তারা ন্যাংটো হয়ে
বালাই বালাইষাট।
এক শিয়ালে পিটপিটিয়ে
ট্যারা চোখে চায়,
দুই শিয়ালে ভয়ে থাকে
এই বুঝি সব যায়।