হাত ভরা তার রেশমি চুড়ি
রং বে রং এর বাহার,
পরণে তার ছাপার শাড়ী
মিষ্টি হাসি তাহার।
কোমর ছুয়ে দুলছে বেণী
লাল সবুজের ফিতায়,
ডাগর কালো আঁখি যুগল
নাম দেবো কি তায়?
গাঁয়ের ধারে মেঠো পথে
বেড়ায় মেয়ে ছুটে,
কলসী নিয়ে জলের ধারে
আবার কুড়োয় ঘুটে।
চোখ ভরা তার স্বপ্ন আঁকা
সোনার ধানের মাঠ,
এই দেখেই কি রচেছিলো
সুজন বেদের ঘাট?