যা করেছো বেশ করেছো
বুদ্ধি তোমার যেমন,
দিন ফুরালে আসবে ফিরে
ফল ঠিক ঠিক তেমন।
ফলটা নিয়ে হাতের মুঠোয়
ভাবছো এটা কি?
মুখ ফসকে বেরিয়ে গেল
এ রাম এ ছিঃ।
রাম ডাকো আর রাবণ ডাকো
উপায় কিছুই নাই,
কর্মগুনে ফল এসেছে
মিলিয়ে দ্যাখো তাই।
চট্টগ্রাম/২৩-১০-২০১৭