যুদ্ধের পরে যুদ্ধ জিতেছি
নতুন করে আর কী ভয়?
শঙ্কার পিঠে ডঙ্কা বাজিয়ে
এবার করবো বিশ্ব জয়।
চিনবে চেনাবে ইচ্ছেমতো
যখন যেমন মর্জি হয়,
পুঁজিবাদের সুজিরামের
হরেক রকম রঙ যে বয়!
দূরাচারীর রঙ ঢঙ এ
আর ভোলে না এই জাতি,
হালুম হালুম মেকী আওয়াজ
যে দেবে আজ তার ক্ষতি।
বীর বাঙালি দিতে জানে
নির্ভেজালের মমতা,
ঠেকায় ঠকায় আজকে তারে
নেই কারো আর ক্ষমতা।