বুকের ভেতর দুঃখগুলো
সূক্ষ্মভাবে খেলে যায়,
পরিপাটি বসন ভূষণ
যেমন ছিল তেমনি রয়।
ভুবনমোহন হাসির আড়ে
নোনা জলের ঢেউগুলো,
পাঁজর ভাঙা চাপা শ্বাসে
হয় না তবু এলোমেলো।
হঠাৎ করে পল্কা ঝড়ে
ঝুরঝুরিয়ে ঝরলো কেউ,
দুঃখকে আর যায় কী ঢাকা
তুলে সুখের মিথ্যে ঢেউ?