পুড়ে খাক পুরো বন দাউদাউ আগুনে
কেউ দেখে চুপচাপ লাল পলাশ ফাগুনে।
ছোট বড় প্রাণগুলো পুড়ে হলো কয়লা,
ছোট পাখি কেঁদে বলে আর প্রাণে সয় না।
হাতি ঘোড়া দলেবলে সব গেল অতলে
রবি বাবু মুখ ঢাকে গেলো গেলো সব বলে;
তবু পাখি উড়ে যায় বুক ভরা আশাতে
ফোটা ফোটা জল দিয়ে পুরো বন ভাসাতে।
হাসে দেখে বুনোরাজ, বাঘমামাও সঙ্গে
ভাঁড়ামিতে নেই জুড়ি, নেই জুড়ি বঙ্গে ।
হোক ভাঁড় দাঁড় কাক আর যার ইচ্ছে
দলে ছিলাম নেভানোর এই হলো কিচ্ছে।