** গতকাল ছিল বিশ্ব বাবা দিবস। শুভেচ্ছা নয়, দিবসের অপসংস্কৃতিকে জানাই ধিক্কার। বাবা হোক আমাদের প্রকৃত বটের ছাঁয়া। প্রতিদিনের শ্রদ্ধা ভালবাসায় আনন্দময় হোক বাবা এবং সন্তানের জীবন।
দিনটা নাকি বাবা দিবস
তোমরা কি সব জানো?
বাবা মানে বটের ছাঁয়া
কে কে বলো মানো?
বলছে বাবা পড়তে বসো
রাত জেগো না খোকা,
ও পথ ধরে চলতে গেলে
খেতে পারো ধোঁকা।
বাবা বলেন, সত্য বলো
মিথ্যে কভু নয়;
ন্যায় নীতিকে আদর করো
অন্যায়ে পাও ভয়।
বাবার কথা বড্ড বাজে
ব্যাকডেটেডও বটে,
ফুর্তি ছাড়া জীবনটা কি আর
এমনি যাবে কেটে?
মিথ্যে বলো বাবার সাথে
বলো কটু কথা,
পায় যদি পাক বাবা মনে
লক্ষ হাজার ব্যথা।
বাবা নিয়ে ভাবার সময়
এখন মুঠো ফোনে,
কলুর বলদ বাবা শুধু
যাবে ঘানি টেনে।
দিবস এলেই রং তামাশা
বাবা বাবা করে,
নেয় না খবর সারা বছর
গেলেও বাবা মরে।