মানার গল্প অনেক শুনেছি
জানার গল্পও কম নয়,
জানার পরে ক জনা মানে
জানতে যখন সাধ হয়;
কাজীর গরু কিতাবে দেখি
গোয়াল ঘর থাকে শুন্য।
আচারে বিচারে ষোল আনা ঠিক
রায়ের বেলা তার ছয় নয়,
চাটুকারের দল চারপাশ ঘিরে
সমস্বরে করে হয় হয়।।
দিন শেষে আবার আরাই বসে
ঠিক করে পাপ পূণ্য।