একতার বলে বলীয়ান হয়ে
পথ চলা হয় শুরু,
সামনের দিকে এগিয়ে চলো
পথ দেখাবেন গুরু।
পেছনের দিকে আর ফেরা নয়
আর নয় ভাবাভাবি,
কর্মের সাথে কল্যাণ যোগে
ধ্যানে চলো সবাই ডুবি।
হায় হায় করে দুঃখ বিলাসে
সময় নষ্ট কেন,
মানব জনম করতে সফল
জীবন একটাই জেনো।
দুষ্ট জনের মিষ্ট কথায়
ভোলাতে তোমার মন,
ফন্দি ফিকিরে ব্যস্ত তারা
ব্যস্ত সারাটি ক্ষণ।
অলস দুপুরে বিলাস ভুবনে
হারানো ডায়েরীর পাতা,
খুঁজে খুঁজে তুমি সময় কাটাও
জীবনটা হোক যা তা।
ভেঙে ফেলো তুমি চারপাশ ঘেরা
দুর্মতিদের টোপ,
দূর করে দাও ভেতরে থাকা
ঈর্ষা, লোভ, ক্ষোভ।
মমতায় ঢাকো আপনার জীবন
অপরের কল্যাণ দিয়ে,
বাঁচতে শেখো সকলের তরে
পরমানন্দ নিয়ে।