ডায়েরীর পাতায় কত কিছু লেখা
কতশত ছবি আঁকা,
সুখ দুঃখের গোপন খবর
খুব গোপনে রাখা।
কৈশোর বেলার বিন্দু বিন্দু
মন্দ ভালোর খেলা,
আঁকাবাঁকা হাতে ডায়েরীর পাতায়
একেছি সারাটি বেলা।
কৈশোর শেষে যৌবন আসে
আসে সাথে আরো কিছু,
লিখে রেখেছি সবটুকু তার
হারাতে দেই নি কিছু।
সযতনে তোলা ডায়েরীর পাতার
সাজানো স্বপ্নগুলো,
জানি না কবে কখন কোথায়
হয়ে গেছে এলোমেলো।
হারিয়ে গেছে ডায়েরীর পাতা
হারিয়ে গেছে স্বপ্ন,
অস্থিরতায় নষ্ট সময়
কাটাতেই থাকি মগ্ন।