পড়েছিলাম কোন্ শৈশবে কোনটা
যদি বলো মনে করতে,
পারবো না তার কিছুই আমি
আমার এন্টেনায় ধরতে।
কৈশোরের খেলা যৌবনের বেলা
গেছে সেই কবে অস্ত,
স্মৃতির পাতায় ধুলোরা খেলে
ধূলো খেলাতেই ব্যস্ত।
কোন এক বেলায় খেয়ালী খেলায়
উদাসী ঝোড়ো বাতাসে,
চাপা পড়া স্মৃতি উঁকি মেরে বলে
কিছুই হয় নি ফ্যাকাশে।