যদু মধু কিংবা কদু, রামে শ্যামে নই,
বুদ্ধি মেধা সৃজনতায় জুড়ি আমার কই?
নীরব থাকি নিভৃতে তাই, চাই নে প্রচারণা;
প্রচার পেলেই ভালো লাগে, না পেলে যন্ত্রণা।
লিখতে পারি আঁকতে পারি, গাইতে পারি গান
চুন সুপারি ছাড়াই পারি ফেলতে গিলে পান।
আরো পারি চড়তে গাছে, ডানা বিনেই উড়তে,
ছলাকলার জানলে খবর যাবে তুমি ভড়কে!
বিড়াল হয়েও বাঘ মুখোশে হালুম হালুম খেলায়,
মাতিয়ে রেখেছি এতটা বছর শিব ঠাকুরের মেলায়।
অঞ্জলিতে ভরে যেতো আঙ্গিনার চারপাশ,
এমনি করে কাটবে সুখে ছিলো মনে আশ।
হঠাৎ সেদিন উদয় হলো কোথা থেকে জানি
জাতহারা এক উটকো আপদ পাঁজির শিরোমণি।
মুখের উপর বললো বসে বাঘ তো তুমি নও,
মেকি বাঘের সাজে রবে আর কতদিন কও?
আশেপাশে ছিল যারা সবাই গেলো সরে,
এতদিনে গড়া বাসর ভাঙলো শেষে ঝড়ে।
বাঘ বলে আর কেউ মানে না সইছে না তা প্রাণে,
ঢোল পেটাতে খুঁজছি ঢোলক খুঁজছি জনে জনে।