** আমার কবিতার হাতেখড়ি যার হাতে সেই কবি ফারহাত আহমেদের কবিতা পড়ে লেখা। উত্সর্গ করলাম তাকেই।

ঘাসের সাথে পাশের বাড়ি
পিসির সাথে মাসি,
আল্টিমেটাম খেলা এখন
চলছে পাশাপাশি।


অতির সাথে পতির যোগে
ভাবের বাড়াবাড়ি,
মুখ খোলে না কেউ কখনো
মৌনতায় নেয় আড়ি।


ঢেকি গেলা এখন নাকি
এনালগের যুগের,
কামান গিলে গোলা গিলে
ভাবটা ধরে সুখের।


আটকে গলায় উপর টানে
যখন মরে মরে,
জলের সাথে এলোপ্যাথিক
এন্টিবায়োও ধরে।