গল্পের ছলে বলতে পারি
যদি গো শুনতে চাও,
ধ্যানের কথা, ধ্যানীর কথা
ভাসাতে জীবনের নাও।
মনের ভেতর বসত করে
পরতে পরতে ঘর,
অবচেতনে সচেতনের বাস
অতিচেতন নয় পর।
সচেতনে বলা, সচেতনে চলা
অবচেতন চেয়ে দেখে,
তোমাকে আমাকে পথ দেখাতে
অবচেতন তা লেখে।
মুখে মুখে বলি হবে না হবে না
মনে মনেও তা ভাবি,
অবচেতনে রেকর্ড হয়ে
হতাশায় খাই খাবি।
পুড়েছে কপাল করি হায় হায়
আর কী কখনো জুড়বে,
এমন চিন্তা কখনো করো না
তাহলেই তুমি মরবে।
রাজা রাণী আর রথী মহারথী
নিজেকে যখন ভাববে,
দূর্ভাগ্য তোমার পাশে
আসতেও ভয়ে কাঁপবে।
অতিচেতনে লুকিয়ে আছে
অগম্য সব জ্ঞান
ধ্যানে নিবিষ্ট হলেই তুমি
খুঁজে পাবে তার সন্ধান।
বিশ্বাসে জানি মেলায় বস্তু
তর্কে বহুদূর,
ধ্যানীর জগতে বেজে চলে সদা
ইতিবাচকতার সুর।