কান ধরে টান, চড় ঠাস ঠাস
তারপরো নাই রেহাই;
নাকে দিয়ে খত টেনে বহু পথ
বল দেখি আর কি চাই!
কানে গুঁজে তুলো চোখে দিয়ে ঠুলি
যত খুশি পাঠা ধোলাইখাল,
সময়ের ফেরে ফেরত পাবি
দিন ক্ষণ মাস বছর কাল।
থোড় বড়ি খাঁড়া, খাঁড়া বড়ি থোড়
দেখি না বুঝি না ভাব নাও,
ঝুনা নারকেল ঝুনঝুন করে
মনে মনে তুমি ডাব খাও।