জল ঝরা জলে ভিজে একাকার
রোদ ভরা রোদে শুকনো,
ছায়া ঢাকা ছায়ার সুশীতল মায়ায়
নেই কোনো ঝামেলা উটকো।
আলো দিয়ে ঘেরা শত আলোর মেলায়
জোনাকির বসবাস,
আঁধারের মাঝে ঢেকে পড়া আঁধারেও
জাগ্রত হবে না সর্বনাশ।
জল রোদের খেলায় কলাগাছের ভেলায়
চলো যাই ভেসে ভেসে,
আলো আঁধারের ছোঁয়াছুঁয়ি খেলায়
দেখি কে টেকে অবশেষে?