বছর ঘুরে যেই না আসে
আবার শেষের মাস,
লাল সবুজে ঢাকা পড়ে
বাংলা মায়ের আকাশ।
স্মরণ করার হিড়িক পড়ে
নয়টি মাসের কথা,
সবার বুকেই জেগে ওঠে
স্বজন হারার ব্যথা।
যায় না বোঝা কোনটা আসল
কোনটা দেখানিয়া,
বাংলা মায়ের ভালবাসায়
ভরা সবার হিয়া।
আসর বসায় কাসর বাজায়
বাজায় বাংলা ঢোল,
বাংলা মায়ের দামাল ছেলের
মুখে ফোটে বোল।
মাস পেরোতেই দামাল ছেলে
হারায় দস্যিপনা,
দাসের ঘরে নাম লেখাতে
করে আনাগোনা।