অস্থিরতায় কাটছে সময়
দিনের সাথে রাত,
মিলবে না আর দেখা বুঝি
এই জীবনে প্রভাত।
বুকের ভেতর চাপা ব্যথা
জ্বলছে তুষের মতো,
কোথায় তুমি প্রভূ আমার
দাও সারিয়ে ক্ষত।
আঁধার ঢাকা ভুলো পথে
ছুটছি এদিক ওদিক,
যুদ্ধ মাঠে হার মানা এক
যুদ্ধাহত সৈনিক।
দেই নি সাড়া প্রভূ আমি
সকাল সাঁঝের ডাকে,
সত্য ফেলে ছুটে গেছি
মিথ্যে ভরা পাঁকে।
নয়ন মাঝে তোমার বসত
জেনে বুঝেও প্রভূ,
চাই নি আমি দেখতে তোমায়
সত্য আলোয় কভূ।
দাও হে প্রভূ হাত বাড়িয়ে
এই অভাগার তরে,
তুমি বিনে কেমনে পাবো
মুক্তি পরপারে।