থাকবে না জানে কেউ
কোনদিনও পাশে,
তারপরো ছুটে চলে
মিথ্যা আশ্বাসে।
ভুলে যায় রাত দিনের
ভেদাভেদের কথা,
ভাবে না সে একবারো
সবই হবে বৃথা!
এই চলা শুধু হায়
ক্ষণিকের তরে,
আসবে না পাশে কেউ
যাবে যখন মরে।
হাতে দিন গুনে গুনে
কেটে যাবে ক্ষণ,
কর্মের ঝুলি খুলে
দাও তাতে মন।
মন্দ না ভালো তাতে
আছে কি কি আর,
দ্যাখো চেয়ে এই দিয়ে
পাবে কিনা পার।
খুব সোজা হবে তোমার
সেদিনের হিসাব,
ঠিক করো জীবনের
প্রতি ক্ষণের নিসাব।