ঘুমিয়ে আছে ছোট্ট পরী
মেলবে কখন ডানা,
ফুল পাখি আর প্রজাপতি
কারোরই নেই জানা।
ডাকছে তারা সবাই মিলে
খোলো আঁখি পরী,
তোমায় ছাড়া ভাব জমাতে
আমরা কি আর পারি?
এ পাশ ঘোরে, ও পাশ ঘোরে
চোখ খোলে না পরী,
ঘুমের রাজ্যে রাজ্য চালায়
রাণী হয়ে তার-ই।
উঠবে কখন ছোট্ট পরী
খুলবে কখন আঁখি,
গোস্বা হয়ে মুখ ভ্যাঙচালো
দুষ্টু চড়ুই পাখি।