সবুজ মাঠের বিস্তৃত আঙিনায় হঠাৎ ওঠে ঝড়
এলোমেলো করে সাজানো বাগান, বাতাসে ওড়ে খড়।
পাতার ফাঁকে ঠাঁই নেয়া পাখি খুঁজে না পেয়ে দিশা
ছেড়ে দেয় বুঝি ছোট্ট জীবনে বেঁচে থাকার তার আশা।
দানবের দল নেচে গেয়ে চলে পেয়ে গেছে তারা জয়
সবুজের প্রাণ হরণ করাতে নেই কোন আর ভয়।
বিধাতা হাসেন নিঃশব্দে দেখে তাদের এই নৃত্য,
অচিরেই হবে বিনাশ তোদের, হবে তোদের শেষকৃত্য।
ছোট পাখি কাঁপে থরথর করে, এই হলো বুঝি শেষ;
খড়গ হাতে কে এলো নেমে টেনে দিতে জীবনের রেশ।
খোলে না আঁখি, শত ডাকাডাকি শত হাঁকাহাঁকি শুনে
এই বুঝি তার প্রাণ কেড়ে নেয়, শঙ্কা কেবল তার মনে।
থেমে যায় ঝড়, চারপাশে বয় প্রশান্ত এক নিস্তব্ধতা
ছোট্ট পাখি চোখ মেলে দেখে আলো ঝলমলে বার্তা।
ডানা মেলে সে উড়ে যেতে চায় বিস্তৃত আঙিনা ধরে
দানবের দল হার মানে নি, দেখে বেঘোরে রয়েছে মরে।