চড়ুই পাখির কান্না শুনে
কাঁদতে বসি হাত পা ছেড়ে,
চোখের জলে নাকের জলে
বসলো চড়ুই আসন গেড়ে।
আমার ঘরে দু দিন রবে
তারপরে সে চলে যাবে,
কথা হলো খোলামেলা,
মেলবে না সে ডালাপালা।
দুদিন গেলো সপ্তাহ দিয়ে
মাস ফুরোয় না বছর গুনে,
হঠাৎ সেদিন হোঁচট খেলাম
চড়ুই পাখির কথা শুনে।
ঘরটা নাকি তারই ছিল
অনেক আগে থেকে,
ছাড়তে হবে এখন আমায়
বললো চড়ুই ডেকে।