টিনের চালে ঝুমঝুমিয়ে
বৃষ্টি কন্যার নৃত্য,
প্রিয়জন স্মরি আকুলি বিকুলি
চঞ্চলা এই চিত্ত।
মেঘের ডাকে পাহাড় উতলা
হংসের জলকেলি,
মন ময়ূরী মৃদু হেসে কয়
এসো না পেখম মেলি।

লামা/বান্দরবন