এ বাড়ীর খুদ ও বাড়ীর চুলোয়
টগবগ করে ফোটে,
তারপরো তার অভুক্ত পেটে
কখনো কী কিছু জোটে?
যার বিয়ে তার খবর এখন
রাখবে ভাড়াটিয়া,
ঘরের চালে পেট ভরে না
ভরে না তার হিয়া।
এ বাড়ীর খবর ও বাড়ীর হাড়ি
সব থাকে তার কব্জায়,
চোগলখোরি খেলায় খেলায়
কার কার বলো সব যায়?