আচমকা এক ঝোড়ো হাওয়ায়
ভেঙ্গেছিল তার ঘর,
আপন সেজে ছিল যারা কাছে
তারাই এখন পর।
যাবে কোথা সে, রবে কোথা সে
কিভাবে চলবে দিন;
থেমে যাবে কী জীবনের পথ
শোধাতে ভুলের ঋণ।
ভাবনার পরে চিন্তা আসে
দুঃস্বপ্ন করে ধাওয়া,
অন্ধ গলিতে হারানো পথটা
যায় না খুঁজে আর পাওয়া।
ফ্যালফ্যাল করে চেয়ে থাকে শুধু
শূন্য আকাশের দিকে,
সাহসের ডানা পারে না উড়াতে
পাঁজর ভাঙা বুকে।
এদিকে ছোটে ওদিকে ছোটে
ছুটে ছুটে দিশেহারা,
এমন নিদানে কেউ দেয় না
আশা জাগানিয়া সাড়া।