বর্ষা তো নয় যেন সে এক
ছিচকাঁদুনে মেয়ে,
নয়ন ভরা উপচানো জল
পড়ছে কপোল বেয়ে।
দুঃখে কাঁদে সাগর নদী
আলুথালু বেশে,
বানভাসিতে মরছে মানুষ
রইলো না কেউ পাশে।
মরলো ডুবে পশু পাখি
ক্ষেতের ফসল শেষ,
বর্ষা রাণীর চোখের জলে
ভাসলো সারা দেশ।
ছিচকাঁদুনে মেয়ের চোখের
জল থামে না তাও,
শাপলা শালুক কদম ফুলে
হাসলো গেরাম গাঁও।