হয়তো তোকে অনেক মানুষ অনেক কথা বলবে,
হয়তো বা কেউ তোকে নিয়ে নতুন খেলা খেলবে।
কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা যে তোর নয়
হিসেব নিকেশ করতে যেয়ে হয়তো পাবি ভয়।
খেলছে যারা তোকে নিয়ে ফুর্তি ভরা মনে,
খেলতে দে তুই তাদের মতো ইচ্ছে হয় যার সনে।
আশপাশে তোর ঘুরছে কারা কোন সে খেয়ালে
রাখবো নজর তীক্ষ্ণ চোখে থাকবো আড়ালে।
ভুল করে কেউ যদি বাড়ায় অসৎ কোন হাত,
মানবো না সে ব্রাম্মণ নাকি অন্য কোন জাত।
রাখবো তোকে ছায়ার মতো মায়ার ডোরে বেঁধে    
বাসবো ভালো হরেক রঙ এ হরেক রকম ভেদে।