আমার সহকর্মী হালিম, যাকে আমরা সবাই মামা বলে ডাকতাম; আজ সে চলে গেছে না ফেরার দেশে। তার আত্মার মাগফিরাত কামনা করছি।
কাজের ফাঁকে একঘেয়েমী
কিংবা কর্মে ক্লান্তি,
একটু হাসি চায়ের কাপে
দিতো এনে শান্তি।
অভাব নিয়ে অভিযোগে
লিখতো না সে কাব্য,
বুঝি নি তো এমন করে
আজকে তাকে ভাববো।
এই তো সেদিন সামনে এলো
পান মুখে সেই হাসি,
যাবার বেলায় বলে গেলো
"মামা" তবে আসি।
এই যাওয়াটাই শেষ যাওয়া তার
কেমন করে বুঝবো,
মন ভালো নেই "মামা" বলে
কোথায় তাকে খুঁজবো?
পদ পদবী হার মেনেছে
তার আচরণ দেখে,
বড় মাপের মানুষ হয়েই
গেলো অবশেষে।
বুকের ভেতর কষ্ট ভীষণ
লাগছে থেকে থেকে,
"কেমন আছেন মামা" বলে
কেউ যাবে না ডেকে।