আকৃতির চেয়ে বড় কেদারা পাওয়ার পরে তিনি
আসল স্বরূপ করলেন প্রকাশ, খেলছেন ছিনিমিনি।
আশেপাশে ছিলো যত ধূর্ত শেয়ালগুলো,
শের উপাধি দিলেও তারে, আসলে সে হুলো।
তেলবাজিতে বেজায় খুশি বুদ্ধু বোকা হুলো,
চামচারা সব বসলো খেতে ডুবিয়ে তাদের নুলো।
আকৃতির চেয়ে বড় কেদারা পাওয়ার পরে তিনি,
আগে পিছে ভাবেন না আর খেলতে ছিনিমিনি।
ক্ষমতা তার আজীবনের, ভাবনা মাথায় এই,
বোঝেন না যে যখন তখন হারাতে হবে খেই।
অপমানের মাঝে সে পায় পৈশাচিক এক সুখ,
ঘেন্না করে দেখতে তাহার নোংরা অমন মুখ।