তোমার সাথে নদীর পাড়ে
উড়িয়ে শাড়ীর আঁচল
ইচ্ছে করে বেড়াই ঘুরে
গল্প আবোলতাবোল।
তোমার চোখে চোখ রেখেছি
তোমার হাতে হাত,
তুমি বিনে আর কাটে না
ঘুমহারা সব রাত।
তোমার মাঝে স্বপ্ন আমার
বাঁচে আশে শ্বাসে,
তুমি ছাড়া যাই যে মরে
পেঁচায় অক্টোপাসে।
বজ্জাতি সব গল্প শুনে
ব্রহ্মতালু জ্বলে,
জীবন যেন হাতের মোয়া
খেলছে নিয়ে ছেলে।