বৃষ্টিস্নাত সবুজের সাথে
খেলবি কে কে আয়রে আয়,
বাশেরঁ পাতার নুপূর পরে
নাচবি নাকি রাঙ্গা পায়?
সোনালুকে জড়িয়ে অঙ্গে
ধেই ধেই ধেই নাচবো আজ,
আমলকী বন আমায় দেখে
ধরলো একি নতুন সাজ!
পাহাড় মণি গাল ফুলালো
এত দেরী সয় না তার,
বৃষ্টি ভাঙ্গা মেঘেরা কয়
দেবো না তো ফিরতে আর।
হংসলেকের রাজহাঁসেরা
জলের কথা যায় ভুলে,
মহুয়ার সাথে ভাব জমাতে
নগর ছেড়ে আয় চলে।
লামা/বান্দরবন