মেঘেদের হাতছানিতে
পাহাড়ের দল
সুদূরে হারাতে চায়,
বাঁশ বনেরা
নৃত্যে মাতাল
নুপুর পরেছে পায়।
শন শন শন
হাওয়ার দোলায়
উদাসী এই মন,
দু হাতে জড়িয়ে
মায়া ডোরে বাঁধে
আমলকী ভরা বন


লামা/বান্দরবন