একে চাই পাশে তাকে চাই সাথে
আরো কেউ থাক ঘিরে,
একা একা একা সব লাগে ফাঁকা
কেউ নেই সাথে নীড়ে।
জানি না কখন কেন কি কারণ
চলে গেলো একে একে,
বসে আছি একা কেউ নেই পাশে
জীবনের শেষ বাঁকে।



,