আমার কবিতার গুরু ফারহাত আহমেদের "সাবান" কবিতা পড়ে উদ্বুদ্ধ হয়ে লেখা, তাই তাকেই উত্সর্গ করলাম।
মনের ভেতর ছক কষে বসে
থরে থরে সব সাজাতে,
সুগন্ধি আর আতর লোবানে
যুদ্ধ বাঁধায় রাজাতে।
দেহের ভাঁজে ঘষছে সাবান
ঘষছে চোখে মুখে,
ঈর্ষা ক্ষোভ আর বিদ্বেষ দিয়ে
ভালবাসাকে রোখে।
মনের কুঠির ভরে রেখেছে
পাহাড়সম জঞ্জালে,
বেড়ে বেড়ে তা মহীরুহ হলে
বন্দী হবে কার জালে?