হিংস্র থাবা মেলে নেমে এসে
চিল শকুনের মতো,
ছোট্ট পাখির ছানাটিকে
করলো ক্ষত বিক্ষত।
মা ছিল তার অন্য কোথাও
হয়তো কোনো কাজে,
ছানাটি তার আটকে আছে
চারটি খাঁচার মাঝে।
ছটফটিয়ে মরছে পাখি
কোথায় গেলো ছানা,
সোনামণি বিনে যে তার
দুটো চোখই কানা।
এ দেশ খোঁজে ও দেশ খোঁজে
ব্যাকুল পাখি মা,
ছানার শোকে পাখি মায়ের
দু চোখে জল জমা।
ডাইনী ভাবে আর পাবে না
ছানার খবর কেউ,
হঠাৎ দেখে ডেরার ভেতর
হাজির একটা ফেউ।
ছানাটিকে মুক্ত করে
মায়ের বুকে দিতে ,
ফেউ মরিয়া জান বাজিতে
কে হারে কে জেতে ।
ছোট্ট ছানা যাবেই এবার
উড়ে মায়ের বুকে,
মা ছানাতে কাটবে এবার
দিনগুলো খুব সুখে।
যুদ্ধ হলো ফেউ পিশাচে
ভাঙলো লোহার খাঁচা,
ছোট্ট পাখি উড়াল দিলো
ছেড়ে ডাইনীর মাচা।
মা পাখিটাও উড়ে আসে
ছানার খবর পেয়ে,
মুক্তির সুখে তাদের চোখে
জল পড়ে গড়িয়ে।